ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ॥ সাবেক ছাত্রনেতার সংবর্ধিত

বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে ৭১ পরবর্তী সাবেক ছাত্রনেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয়েছে।
দুপুরে স্থানীয় শহীদ সাটু হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে স্থানীয় শহীদ সাটু হলে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ফায়জার রহমান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দিন মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা, খাবরি উদ্দীন, গোলাম শাহনেওয়াজ অপু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউর রহমান তোতা, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক নেতা নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শহর আওয়ামীলীগের সভাপতি শরিফুল আলম, সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দীন, আব্দুস সামাদ বকুল। সভা পরিচালন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান।
সভায় ৭১ পরবর্তী সাবেক ছাত্রনেতাদের সংবধর্না প্রদান করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০১-১৫