২০ দলীয় জোটের অবরোধ ॥ সোনামসজিদ বন্দরে আটক পড়েছে ৫০ ট্রাক পেয়াজ

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপুর্নভাবে চলছে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসুচী।
অবরোধের কারনে দূরপাল্লাসহ আভ্যন্তরিন রুটে বাস ট্রাক চলাচল বন্ধ থাকলেও শহর ও শহরতলীতে ছোট ছোট যানবহনকে চলাচল করতে দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের মুসলিমপুরে রাতে গাছ কেটে সড়কে ব্যারিকেড দেয় অবরোধকারীরা। পরে আজ বুধবার সকালে পুলিশ গাছ সরিয়ে ফেলে। তবে, অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দর থেকে পন্য পরিবহন বন্ধ হয়ে গেছে। বন্দরের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল জানান, ভারত থেকে পন্য বন্দরে প্রবেশ করলেও অবরোধের কারনে দেশের অভ্যন্তরে পন্য পরিবহন করা যাচ্ছেনা। বর্তমানে পচনশীল পন্য ৫০ ট্রাক পিয়াজ ও ১০ ট্রাক ফল বন্দরে আটকা পড়ে রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, অবরোধের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির। শিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের  সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন মোড় প্রদক্ষিন করে শান্তি মোড়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ -সোনামসজিদ মহাসড়কে অবরোধ কর্মসুচি পালন করে। এ সময় উপস্থিতি ছিলেন, জামায়াতের পৌরসভা শাখার  নায়েবে আমীর আবুল হাসান, সহঃ সেক্রেটারী মাওলানা উমর ফারুক, শিবিরের শহর সেক্রেটারী তোহরুল ইসলাম সোহেল, অফিস সম্পাদক এনায়েতুল্লাহ, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল বারী,কলেজ সম্পাদক সুমন আলী, প্রশিক্ষণ সম্পাদক নাহিদ হাসান, মাদ্রাসা সম্পাদক আব্দুল কাদের।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০১-১৫