মটর সাইকেলে চালক ছাড়া অন্য কেউ নয় ॥ বহলাবাড়িতে ২ জন আটক

দেশে অবরোধের মধ্যে মোটর সাইকেল ব্যবহার করে নাশকতার প্রেক্ষাপটে দুই চাকার এই বাহনে চালক ছাড়া যাত্রী বা সঙ্গী বহনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
অর্থাৎ, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাধিক ব্যক্তি মোটর সাইকেলে চড়তে পারবেন না।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক আদেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, “লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিককালে  কিছু দুর্বৃত্ত মোটর সাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে।
“এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৯৮৩ সালের মোটর ভেহিকেলস অধ্যাদেশ এর ৮৮ ধারার ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সরকার সারা দেশে মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন নিষিদ্ধ করল।”
এদিকে, নিষেধাজ্ঞা জারির পর বহস্পাতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বহালাবাড়িতে চালকসহ ৩জন মটর সাইকেল চালানোর দায়ে ২জনকে আটক করে আইন শৃংখলা রক্ষা বাহিনীয়। সূত্র জানায়, আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের পাহারায় সোনামজিদ স্থল বন্দর থেকে পণ্যবাহী ট্রাকের বহর নিয়ে আসার সময় ৩ আরোহীর মটর সাইকেলটি আটক করা হয়। পরে এক আরোহী স্কুল ছাত্র হওয়া তাকে ওখানেই ছেড়ে দেয়া হয়। বাকী ২জনকে সদর থানায় নিয়ে আসা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০১-১৫