শিশু অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইউ.এন.সি.আর.সি পঁচিশ বছর পূর্তি উপলক্ষে শিশু অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও প্ল্যার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেফ দ্য চিলড্রেন এর সহায়তায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এন.সি.টি.এফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সানজিদা আলম শাওন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম। এছাড়াও অন্যানের মাঝে উপস্থিত ছিলেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, পুলিশ সুপারের পক্ষে ওসি ডিবি মোঃ হামিদুর রহমান,অধ্যাপক সিরাজুল ইসলাম, মোসফিকুর রহমান, এনামুল হক তুফান ছাড়াও এন.সি.টি.এফ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১২-২০১৪
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১২-২০১৪