চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা

সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহরের শহীদ সাটুহলের সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে শহরের প্রেসক্লাব এলাকা থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে আরো একটি বিজয় শোভযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে শহরের মুজিব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান প্রমুখ। উল্লখ্য, ৭১ সালের ১৫ ডিসেম্বর পাক হানাদারদের কবল থেকে মুক্ত হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ।