র‌্যাবের অভিযানে ৩ হাজার দু’ শ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে রোববার ৩ হাজার ১৩৯ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সি.পি.সি-১ ক্যাম্পের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ বোতল ফেনসিডিল আটক করা হয়। এসময় আমদানী নিষিদ্ধ মাদক ফেন্সিডিলগুলির সাথে একই উপজেলার আনারপুর গ্রামের মৃত শামসুদ্দীন মিয়ার ছেলে জেন্টু মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত নিজাম আলীর ছেলে তারেপ আলীকে (৩০) আটক করা হয়। অপর এক অভিযানে জেলার শনিবার দিবাগত গভীর রাতে (২১.১২.১৪ রবিবার রাত ১টা) সদর উপজেলার টিকরামপুর গ্রামের আদর্শ মোড় এলাকা থেকে সদর উপজেলার ছোট মরাপাগলা  গ্রামের রমজান আলীর ছেলে জাকারিয়া (৩২) ও বাতানপাড়া (মন্ডলপাড়া) গ্রামের ইমরান হোসেনের ছেলে আলম হোসেন (৪০) কে ৭’শ ৩৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মেজর কামরুজ্জামান পাভেল রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো জানান, ভারতীয় সীমান্ত পার হয়ে বিপুল পরিমান মাদক আসছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে আটককৃত বিপুল পরিমান নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলগুলো উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। ঘটনাগুলির ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু/ ২১-১২-২০১৪