মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে শিক্ষার্থীদের মিলনমেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ২ দিনব্যাপী সুর্বণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, এ্যাড. নজরুল ইসলাম সোনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা প্রশাসনের নির্বাহী মাজিষ্ট্রেটগণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমসহ বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুর্বণ জয়ন্তী উপলক্ষে মহারাজপুর বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। ৫০ বছর পুর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজুর রহমান (লেবু মিয়া)। উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোখলেশুর রহমান সতেমান, সিনিয়র অতিরিক্ত সচিব মাস-উদ-উল হক মিয়া, অবঃ ইনকাম ট্যাক্স অফিসার মাইনুল ইসলাম, মাসদ আহমেদ মিয়া, চাঁপাইবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, বালুগ্রাম কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানসহ অন্যরা। পুনর্মিলনীতে বিদ্যালয়ের সহস্রাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৬৪ সালে এলাকার শিক্ষা বিস্তারের লক্ষে সদর উপজেলার মহারাজপুরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় স্থানীয়দের সহায়তায়। এই উপলক্ষে বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১২-২০১৪