জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

চাঁপাইনবাবগঞ্জ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া কমিটি আয়োজিত সদর উপজেলা পর্যায়ে ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪ শুরু হলো। ২০ ডিসেম্বর সকালে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান। এসময় শিক্ষক মাইনুল ইসলাম, আব্দুল মতিন, সামিম সুলতানা, মমতাজ মহল, খালেদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় হকি(ছাত্র), ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, এ্যাথলেটিক্স (ছাত্রছাত্রী) ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ছাত্রী ভলিবলে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ২৫-২১, ২৫-২০ পয়েন্টে কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শুভ সুচনা করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-১২-২০১৪