দ্বারিয়াপুরে প্যানেল মেয়র ক্রিকেট টুর্নামেন্টে কিংস কোবরা’র জয়
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল মাঠে এভারগ্রীণ সোসাইটি আয়োজিত প্যানেল মেয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০১৪ এর আজকের খেলায় জয় পেয়েছে কিংস কোবরা ক্রিকেট দল। তারা ১০ উইকেটে একতা সংঘকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে একতা সংঘ ১১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়হান ২৫, ইব্রাহীম ১২ রান করে। কিংস কোবরা এর বোলার মোস্তাকিম ৩ ওভার ১৩ রানে ৩টি, নূর ৪ ওভার ১৪ রানে ৪টি উইকেট লাভ করে। ৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিংস কোবরা ৫.২ ওভারে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে ওসমান ৪১ ও আলম ১৫ রান করে। এখেলায় ম্যান অব দ্যা ম্যাচ মোস্তাকিম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-১২-২০১৪
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-১২-২০১৪