তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সামাজিক আন্দোলনের সভা

চাঁপাইনবাবগঞ্জ শহরের লাখেরাজপাড়ায় সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে শনিবার তাদের কার্যালয়ে তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সভা করেছে।
সম্মিলিত সামাজিক আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শাহজামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ফারুক আহম্মেদ, সোহরাব আলী, সোহেল রানা, নুরে আলম সৈকত, আপেল মাহমুদ।
সামাজিক আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সারা বিশ্বে যখন তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমছে তখন বাংলাদেশে এই বৈষম্য কেন’।
বক্তারা, সরকরি ভুর্তকীর পরিমাণ বাড়িয়ে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো দাবি জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১৪-২০১৪