বালুবাগানে যুবতীকে পৈশাচিকভাবে হত্যার ঘটনায় একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লায় বুধবার  যুবতিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বাড়ীওয়ালার বড়ছেলেকে  গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃত  আজিজ (৩৩) নিহত যুবতীর বাড়ীওয়ালা জহির উদ্দিন প্রমানিকের ওরফে জহির দোকানদারের পুত্র। এ ঘটনায় বাড়ীওয়ালা ও তার স্ত্রীকে থানায় ডেকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গভীর রাতেই ছেড়ে দেয় পুলিশ। কিন্তু আটক করা হয তার ছেলেকে। এ ঘটনায় নিহতের পিতা নাইট গার্ড আবু সাঈদ বাদী হয়ে বুধবার রাতেই সদর মডেল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই আনোয়ার হোসেন জানান, আলোচিত এ হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত আজিজকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তিনি আরো জানান, সন্দেহভাজন অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকার দুই রুমের একটি ভাড়া বাড়ী থেকে বুধবার বেলা ১১টায় মাথায় গুরুতর জখম ও গলাকাটা অবস্থায়  সাইকা খাতুন(২২) নামে এক যুবতীর বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর ধারনা,পরিকল্পিতভাবে ধর্ষনের পর পূর্ব পরিচিতরাই খুনটি করে থাকতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, জাকির হোসেন পিংকু/ ২৫-১২-২০১৪