নানা আয়োজনে বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসুচি পালিত হয়েছে। সরকারি কর্মসুচির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বসির আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধার্ঘ অর্পণ করে। এদিকে, রাত বারোটা এক মিনিটে পৌর শহীদ মিনারে বাংলাদেশ মেডিক্যাল এ্যাশোসিয়েশন, যুবলীগ, বিএনপি, ছাত্রদলসহ অন্যান্য সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে।
দিবসের কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। বেলা ১১ টায় শহীদ সাটু হলে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সৌখিন ফুটবল প্রতিযোগিতা।
সন্ধ্যা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপি বিজয় মেলা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১২-২০১৪