হাজারো দর্শকের উপস্থিতিতে শেষ হলো বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের হিলফ্-উল-ফজল ইউথ ক্লাব এন্ড লাইব্রেরীর ব্যবস্থাপনায় বারোঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে অনুষ্ঠিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৪ এর ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফাইন্যাল খেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার উদ্বোধনী করা হয়। ফাইন্যাল খেলাকে ঘিরে বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কটিকে সাজানো হয় বর্ণাঢ্য সাজে। বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয় পুরো মাঠ। ফাইন্যাল খেলায় লক্ষিপুর যুব ফুটবল দল ২-০ গোলে বারঘরিয়া একতাই শক্তি সংঘকে হারিয়ে বিজয় অর্জন করে। কানায় কানায় ভর্তি হয়ে যায় খেলার মাঠের চারিদিক এবং আশপাশের বাড়ির ছাদও। খেলা উপভোগ করেন কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শকরা। বারঘরিয়া ইউপি চেয়ারম্যান নাইমুল হকের সভাপতিত্বে ফাইন্যাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আবু নজর হোসেন খান (ব্রিটিশ), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফিকুল আলম তোফা। খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ লুৎফর রহমান (লুটু মেম্বার) জানিয়েছেন, সুষ্ঠভাবে সকল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের ফাইন্যাল খেলা জনসাধারনকে আনন্দ উপহার দিয়েছে। দীর্ঘ ২ মাস ধরে টুর্ণামেন্টের সকল খেলা অনুষ্ঠানের পর শুক্রবার খেলার সমাপনী ফাইন্যাল ও পুরস্কার বিতরণী হলো। সুষ্ঠভাবে খেলা শেষ করতে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানান তিনি। শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। প্রধান অতিথির হাতে একটি নৌকা উপহার দেন খেলার খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ লুৎফর রহমান (লুটু মেম্বার)। উল্লেখ্য, গত ৮ অক্টোবর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে মোট ২৪টি ফুটবল দল অংশ গ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-২০১৪