সোনামসজিদ ইমিগ্রেশনে পাসপোর্টধারী রোগিদের জন্য হুইল চেয়ার ও স্ট্রেচার হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আব্দুল ওয়াহেদ বলেছেন, সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী রোগিরা ভারতে চিকিৎসা নিতে যান। কিন্তু অনেক বয়স্ক বা গুরুতর অসুস্থ রোগির জন্য সোনামসজিদ ইমিগ্রেশন থেকে ভারতের ইমিগ্রেশন পর্যন্ত যাতায়াতের কোন পরিবহন ব্যবস্থা ছিলনা। ফলে ওই সব রোগিরা বহু কষ্টে যাতায়াত করেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যৌথভাবে একটি হুইল চেয়ার, একটি স্্েরটচার ও একটি ফার্স্ট এইড বক্স’র ব্যবস্থা করে। বুধবার বিকেলে সোনামসজিদ ইমিগ্রেশন চত্বরে এইসব সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইমিগ্রেশনে যাত্রীদের বসার জন্য স্থায়ী বেঞ্চ তৈরীর জন্য পুলিশ কর্তৃপক্ষের অনুমতি পেলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষণা দেন। অনুষ্ঠানে সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার নুরুল বাসির বলেন, প্রতিদিন এই ইমিগ্রেশন দিয়ে গড়ে ৫০ থেকে ৬০ জন রোগি ভারতে চিকিৎসা নিতে যান। তাদের জন্য এই ব্যবস্থা প্রসংশার দাবি রাখে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, সিএন্ডএফএজেন্ট এসোসিয়েশনের সহসভাপতি বাবুল হাসনাত দুরুল,সদস্য সচিব সোহেল আহমেদ পলাশ, আব্দুল আওয়ালসহ অন্যান্যরা। পরে ইমিগ্রেশন কর্মকর্তা মো. আজমের কাছে এইসব সামগ্রি হস্তান্তর করা হয়।