যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা ও কটুক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল রোববার শহরের অক্ট্রয়মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শাহীবাগ এলাকায় শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফ, এইচ.এম.জামান বাচ্চ, ইসমাইল বিশাস, রাজা বাবু, আসলাম আলী প্রমুখ। সমাবেশে বক্তারা, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা ও কটুক্তির প্রতিবাদ করে অবিলম্বে সকল মামলা প্রত্যাহারের আহবান জানান। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে অবিলম্বে সারা দেশকে অচল করে দেয়ার হুশিয়ারী দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-১২-২০১৪