পায়ে হেঁটে সোনামসজিদ টু বান্দরবান

সবার জন্য শিক্ষা ও শান্তি স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয় পড়–য়া ৭ শিক্ষার্থী বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে বান্দরবান বিজয় পর্যন্ত পদযাত্রা শুরু করেছে।
সকালে সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্টে পদযাত্রা কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা হাসান। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে বন্দর এলাকায় সাধারণ মানুষরাও ছুটে আসে।
ইউনির্ভাসিটি ষ্টুডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউএসএবি) আয়োজিত এ পদযাত্রায় ৭ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন, ইসলাম উদ্দীন। আয়োজকরা জানিয়েছেন, শতভাগ শিক্ষা অর্জনের লক্ষে ইউএসএবি আয়োজিত শিক্ষার্থীদের এই পদযাত্রা আগামী ৩১ ডিসেম্বর বান্দরবান জেলার থানচিতে গিয়ে শেষ হবে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে পদযাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক ও ঢাকা বিশ্ববিদল্যায়ের ভিসি ড. আ আ ম স আরেফিস সিদ্দিকী।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১২-২০১৪