নৌ পরিবহন মন্ত্রীর সফর স্থগিত

আগামী বুধবার নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের একদিনের সফরে যে চাঁপাইনবাবগঞ্জ আশার কথা ছিল তা স্থগিত হয়েছে। আজ সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক অফিস থেকে সফর স্থগিত করার বিষয়টি জানানো হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রীর সরকারি সফর কর্মসুচি অনুযায়ী বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে অবতরণের পর সোনামসজিদ স্থল বন্দর উপদেষ্টা কমিটির সভায় যোগদান, দুপুরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ্বের সঙ্গে মত বিনিময় ও বিকেলে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগদান করার কথা ছিল।
মন্ত্রীর আগমনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ পৌর এলাকার সাহেবের ঘাট (দ্বিতীয় মহানন্দা সেতু) এলাকায় জনসভার আয়োজন করে। ইতোমধ্যে শহরে জনসভার পোষ্টারও লাগানো হয়েছে।
সূত্র জানিয়েছে, সরকারি ও দলীয় কর্মসুচির সব ধরণের প্রস্তুতির শেষ পর্যায়ে হটাৎ করে সফর কর্মসুচি স্থগিত হয়ে যায়।
তবে, কি কারণে সফর স্থগিত হয়েছে তা জানা যায়নি। সূত্র জানিয়েছে, ‘অনিবার্য’ কারণে সফর স্থগিত হয়েছে ।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১১-২০১৪