লতিফ সিদ্দীকির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের হওয়া মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী’র বিরুদ্ধে  গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত সাবেক এই মন্ত্রী’র বিরুদ্ধে রোববার দুপুরে এ পরোয়ান জারি করা হয়।
আদালত সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জ্যুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে দায়ের হওয়া মামলার রোববার ছিল লতিফ সিদ্দিকী’র হাজিরার নির্ধারিত দিন। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক বুলবুল হোসেন গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের আইনজীবি সৈয়দ শাহজামাল মামলাটি দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১১-১৪