মহারাজপুরে চক্ষু রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে আজ সকালে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ২ শতাধিক চক্ষু রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। ডেভেলপিং ইনক্লুসিভ ইন্স্যুরেন্স সেক্টর প্রজেক্ট’র আওতায় ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই ক্যাম্পের আয়োজন করে। চক্ষু রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন, জাতীয় অন্ধ্য কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার চক্ষু চিকিৎসক বাবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ৭ সদস্যের একটি সহযোগি দল। কারিগরি সহযোগিতায় ছিল জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে মহারাজপুর ইউনিয়ন পুিরষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এতে সভাপতিত্ব করেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুখলেসুর রহমান সাতেমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রয়াসের সমন্বয়কারী শাহ আজাদ ইকবাল, বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমানসহ অনান্যরা। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১১-২০১৪