বিজিবি’র হাতে আটক ৯ বস্তা ফেন্সিডিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কামালপুর এলাকা থেকে ৯ বস্তা ভর্তি ২হাজার ২৭৫ বোতল ফেনসিডিল আটক করেছে ৪৩ বিজিবি ব্যাটালিযন সদস্যরা।
বিজিবি জানায়, কামালপুর সীমান্ত এলাকায় মঙ্গলবার সকালে ৪৩ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২হাজার ২’শ ৭৫বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ১০হাজার টাকা।
৪৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুজিবুল হক সিকদার জানান, কামালপুর বিওপি’র নায়েব সুবেদার জাহাঙ্গীর সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টহল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৮৭/১৭-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাইপুকুরিয়া ইউনিয়নের সহীসাহাজপুর মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৯টি বস্তায় থাকা ফেনসিডিলগুলো উদ্ধার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আবুল কালামের নেতৃত্বে কয়লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৪০ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে মৃত.আজিজ মাস্টারের ছেলে আসরাফ আলী(৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু / ২৫-১১-২০১৪