প্রবীণ রাজনীতিবীদ সুলতানুল ইসলাম মনি’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ এ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে  বুধবার বিকেলে নবাবগঞ্জ ক্লাব প্রাঙ্গনে সুলতানুল ইসলাম মনি স্মৃতি পরিষদ আলোচনা ও দোযা মাফিলের আয়োজন করে। মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক গোলাম জাকারিয়া জাকার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, সাবেক মেয়র অর্ধাপক আতাউর রহমান, জেলা জামায়াতের সাবেক আমির রফিকুল ইসলাম, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা ট্রেড এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুল হক, মোহিত কুমার দাঁ, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম,জেলা যুবদলের সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফসহ অন্যান্যরা। বক্তারা মরহুমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মনি উকিল ছিলেন চাঁপাইনবাবগঞ্জের একজন অভিভাবক। তিনি রাজনীতির পাশাপাশি  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে আজীবন জন সেবা করে গেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই ব্যক্তিত্বের একটি বড় গুণ ছিল চাঁপাইনবাবগঞ্জের স্বার্থে তিনি সবার সঙ্গে সৌহার্দ্যতা বজায় রেখে চলতেন। এর আগে কোরখানখানী ও মরহুমের কবর জিয়ারত করা হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম বিদ্যাপিঠ শাহনেয়ামতুল্লাহ কলেজে মনিমুল হক স্মৃতি মিলনাতনে  অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক কনক রঞ্জন দাস, নুুরুল ইসলাম মাহফুজুল ইসলাম ডন, ফারাত আলী প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান/ ১৯-১১-২০১৪