পুকুর গুলো সংস্কার করে বৃষ্টির পানি ব্যবহার করতে হবে


রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ বলেছেন, সরকার পানি নীতিমালা  প্রণয়ন করেছে। সেই আলোকে উদ্যোগ নিতে হবে। বিদ্যমান পুকুর গুলোকে সংস্কার ও  সংরক্ষণ করতে হবে। বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে পুকুর,খাল ও খাড়ি খননের উদ্যোগ নিতে হবে। তিনি বৃষ্টির পানি ও ভূ-পৃষ্ঠস্থ পানির যথাযথ সংরক্ষণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করার উপর গুরত্ব আরোপ করেন তিনি। তিনি শনিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খরা প্রবন বন্দ্রে অঞ্চলে পানিস্তর রিচার্জ বিষয়ক শিখন শেয়ারিং কর্মশালায় প্রধান অতিথির বক্তৃব্যে রাখছিলেন তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর তত্তাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর তত্তাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সাজিদুর রহমান সরদার। পানিস্তর রিচার্জ বিষয়ক  মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচায ও ভূতত্ত্ব ও খনিজ বিভাগের  অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশনের সহায়তায় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এই কর্মশালার আয়োজন করে।