অটো-রিক্সায় ওড়না পেঁচিয়ে মারা গেল স্কুল শিক্ষিকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকায় মঙ্গলবার বিকেলে অটো-রিক্সার চাকায় ওড়না পেচিয়ে রেহানা পারভিন (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত স্কুল শিক্ষিকা জেলর সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের  বাগডাঙ্গা গ্রামের আবুল কালামের স্ত্রী । তিনি রাজশাহী নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

শিবগঞ্জ থানার উপ পরিদর্শক হাফিজুর রহমান জানান, স্কুল শিক্ষিকা রেহানা পারভীন বিকেল পৌণে তিনটার দিকে খাসের হাট থেকে অটো রিক্সাযোগে গ্রামের বাড়ি বাগডাঙ্গা ফিরছিলেন। মনকষা বাজার এলাকায় পৌঁছলে ওই অটো রিক্সার চাকায় ওড়না পেচিয়ে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১১-২০১৪