ডাকাতদের হামলায় দারোগা মারাত্মকভাবে আহত
চাঁপাইবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা-কানসাট সড়কে ডাকাতদের হামলায় বুধবার রাতে মারাত্মকভাবে আহত হয়েছে আফতাফ হোসেন নামের পুলিশের এক এসআই। আশংকাজনক অবস্থায় রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৭টার দিকে এসআই আলতাফ চৌডালা-কানসাট সড়কে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিল। কিন্তু পথ ভুল করে দেয়ায় পুনরায় মটর সাইকেলযোগে গোমস্তাপুর ফেরার পথে পুস্কুনি নামক স্থানে এসআই আলতাফ’র উপর হামলা করে একদল ডাকাত। তাকে এলোপাতাড়ি আঘাত করার পর ডাকাতরা পুলিশ বুঝতে পেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলতাফকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, ডাকাতদের হামলায় আলতাফ মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তার অবস্থা আশংকাজনক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আব্দুস সালাম তালুকদার/ ১২-১১-২০১৪
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৭টার দিকে এসআই আলতাফ চৌডালা-কানসাট সড়কে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিল। কিন্তু পথ ভুল করে দেয়ায় পুনরায় মটর সাইকেলযোগে গোমস্তাপুর ফেরার পথে পুস্কুনি নামক স্থানে এসআই আলতাফ’র উপর হামলা করে একদল ডাকাত। তাকে এলোপাতাড়ি আঘাত করার পর ডাকাতরা পুলিশ বুঝতে পেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলতাফকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, ডাকাতদের হামলায় আলতাফ মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তার অবস্থা আশংকাজনক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আব্দুস সালাম তালুকদার/ ১২-১১-২০১৪