বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীর দরজায় প্রেমিকা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের প্রত্যন্ত সাীমান্ত এলাকার তারাপুর গ্রামের এক মহিলা দুই দিন ধরে অবস্থান নিয়েছে তার তৃতীয় প্রেমিকের বাড়ীর দরজায়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা রাত থেকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের তারাপুর গ্রামের মান্নানের মেয়ে রোকসানা খাতুন (২৩) একই গ্রামের এজাবুলের ছেলে ওবাইদুলের বাড়িতে অবস্থান নেয়। সূত্র জানায়, রোকসানা ইতি পূর্বে প্রেম করে প্রথমে বিয়ে করে সাহাপাড়া ভবানীপুর গ্রামের আয়েস উদ্দীনের ছেলে বশিরকে। তার সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দ্বিতীয় প্রেমিক একই গ্রামের মোজাফ্ফর হকের ছেলে আরিকুলকেও বিয়ে করে। কিন্তু কিছু দিন যেতে না যেতেই রোকসানা আবারো মোবাইলের মাধ্যমে ওবাইদুরকে তৃতীয় প্রেমিক হিসাবে ফাঁদে ফেলে। ২৫ বছরের যুবক রোকসানার প্রেমে পড়লেও পারিবারিক চাপের কারণে দুই বার স্বামী ছাড়া রোকসানাকে বিয়ে করতে আপত্তি জানায়। এরই মাঝে ওবাইদুরের অভিভাকরা তার বিয়ে জন্য সোমবার দিন ঠিক করলে খবর পেযে রোববার সন্ধ্যায় রোকসানা বিয়ের দাবিতে ওবাইদুরের বাড়ীতে অবস্থান নেয়। রোকসানার দাবি ওবাইদুর প্রেমের নামে তার সাথে প্রতারণা করেছে। সে আজ আমাকে ছেড়ে অন্যকে বিয়ে করতে যাচ্ছে। তবে ওবাইদুর প্রেমের বিষয়টি অস্বীকার করে বলেন, ঐ মহিলার সাথে আমার কোন সম্পর্ক নেয়। আমাকে ফাঁসানোর জন্যই সে আমার বাড়িতে অবস্থান নিয়েছে। বিষয়টি ঐ গ্রাম অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১১-২০১৪
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা রাত থেকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের তারাপুর গ্রামের মান্নানের মেয়ে রোকসানা খাতুন (২৩) একই গ্রামের এজাবুলের ছেলে ওবাইদুলের বাড়িতে অবস্থান নেয়। সূত্র জানায়, রোকসানা ইতি পূর্বে প্রেম করে প্রথমে বিয়ে করে সাহাপাড়া ভবানীপুর গ্রামের আয়েস উদ্দীনের ছেলে বশিরকে। তার সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দ্বিতীয় প্রেমিক একই গ্রামের মোজাফ্ফর হকের ছেলে আরিকুলকেও বিয়ে করে। কিন্তু কিছু দিন যেতে না যেতেই রোকসানা আবারো মোবাইলের মাধ্যমে ওবাইদুরকে তৃতীয় প্রেমিক হিসাবে ফাঁদে ফেলে। ২৫ বছরের যুবক রোকসানার প্রেমে পড়লেও পারিবারিক চাপের কারণে দুই বার স্বামী ছাড়া রোকসানাকে বিয়ে করতে আপত্তি জানায়। এরই মাঝে ওবাইদুরের অভিভাকরা তার বিয়ে জন্য সোমবার দিন ঠিক করলে খবর পেযে রোববার সন্ধ্যায় রোকসানা বিয়ের দাবিতে ওবাইদুরের বাড়ীতে অবস্থান নেয়। রোকসানার দাবি ওবাইদুর প্রেমের নামে তার সাথে প্রতারণা করেছে। সে আজ আমাকে ছেড়ে অন্যকে বিয়ে করতে যাচ্ছে। তবে ওবাইদুর প্রেমের বিষয়টি অস্বীকার করে বলেন, ঐ মহিলার সাথে আমার কোন সম্পর্ক নেয়। আমাকে ফাঁসানোর জন্যই সে আমার বাড়িতে অবস্থান নিয়েছে। বিষয়টি ঐ গ্রাম অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১১-২০১৪