বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফুটবলে জয়ী কনকা একাদশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের হিলফ্-উল-ফজল ইউথ ক্লাব এন্ড লাইব্রেরীর ব্যবস্থাপনায় বারোঘরিয়া বাজার চত্ত্বরে অনুষ্ঠিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৪ এ বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে সোনার বাংলা কনকা একাদশ। তারা ৭-২ গোলে আঙ্গারিয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রুবেল ৩টি, শরীফুল ২টি, রুবেল (বড়) ও আজাহার ১টি করে এবং বিজিত দলের পক্ষে খোকন ও উজ্জ্বল ১টি করে গোলে করে।