হরতালের প্রথম দিন > র‌্যাব পুলিশের বাধায় পিকেটিং করতে পারেনি জামায়াত শিবির কর্মীরা

জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাব, পুলিশ বিজিবি’র বাধার মুখে পড়েছে পিকেটাররা।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে জমা হয়ে মিছিল পিকেটিং করার চেষ্টা করলে র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তবে, জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জামায়াত শিবির কর্মীর ভেলুর মোড় ও বালুবাগান এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে।
সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কোন পিকেটিং দেখা যায়নি। সকাল থেকেই সোনামসজিদ মহাসড়কসহ শহরের অন্যান্য গুরুত্বপুর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। অন্য এলাকায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, হরতালের কারণে চাঁপাইনবাবগঞ্জের দূরপাল্লা ও আন্তঃ জেলা রুটে বড় যান চলাচল বন্ধ রয়েছে। তবে, ছোট ছোট যান চলাচল করতে দেখা গেছে। শহরের প্রধান প্রধান মার্কেটগুলো খোলেনি। সোনামসজিদ স্থল বন্দর থেকেও পণ্য পরিবহণ বন্ধ রয়েছে।