টেকনোলিংক’র আলোচনা ও সনদ বিতরণ

‘প্রযুক্তির ব্যবহার দারিদ্র বিমোচনে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান টেকনোলিংক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উত্তীর্ণ শিক্ষার্থীদের কারিগরি বোর্ডের সনদ ও মেধা পুরস্কার প্রদান করা হযেছে।  শুক্রবার সকাল ১০ টায় শিবগঞ্জ বাজারস্থ এলিদা আইসিটি ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, টেকনোলিংকের সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। বিশেষ অতিথি ছিলেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, ডেইলি স্টারের ডেপুটি এডিটর ও ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড কমিউনিকেশন, ঢাকা’র সিইও মাহামুদুল হক ছটিক, টেকনোলিংকের প্রধান উপদেষ্টা ও ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জামালুল ইসলাম (জামাল) পরিচালক প্রকৌশলী নিয়ামুল হক এবং ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
আলোচনা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে কারিগরি বোর্ডের সনদপত্র ও মেধাবীদের পুরস্কার প্রদান করা হয়।