হাসপাতালে সর্প দংশন ও কুকুরের ভ্যাকসিন নিশ্চিতসহ ১৩ দফা দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সর্প দংশন ও কুকুরের ভ্যাকসিন নিশ্চিতসহ ১৩ দফা দাবী আদায়ে মঙ্গলবার সম্মিলিত সামাজিক আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ সাটু হলের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শাহজামাল, সদস্য শাহজামাল মন্ডল, মুশফিকুর রহমান টিটু, ফারুক আহম্মেদ, বাদরুল আলম প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সর্প দংশন, কুকুরের কামড়ের ভ্যাকসিনের স্বপ্লতা, গলব্লাডার, পাকস্থলীর অস্ত্রপাচার না করা, দীর্ঘদিন ধরে গাইনী চিকিৎসক না থাকা, অতিরিক্ত দামে রক্ত বিক্রী, বিভিন্ন ডাইগোনষ্টিক টেস্টের নামে অতিরিক্ত অর্থ নেয়া, কেবিন বা বেডে দেয়ার নামে অর্থ আদায়, মেডিক্যাল প্রতিনিধিদের উপদ্রবসহ দালাল মুক্ত করাসহ ১৩ দফা দাবী করা হয়।
বক্তারা ১৩দফা দাবী অবিলম্বে মেনে  নিয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবী করেন। অন্যথায় দাবী মানা না হলে আগামী ৩০ নভেম্বর বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। @ মেহেদি হাসান