শারদীয় দুর্গোৎসব উত্তর হয়ে গেল হিন্দু ধর্মালম্বিদের মিলনমেলা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উত্তর পুজা পূণর্মিলনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ সাটু হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা হিন্দু ধর্মালম্বিদের মিলনমেলায় পরিণত হয়।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের আয়োজনে পুজা পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সুব্রত রায় মৈত্র, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের সভাপতি প্রফেসর ড. সোমনাথ ভট্টাচার্য। আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি ও প্রবান্ধিক প্রফেসর রুহুল আমিন প্রামানিক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ফিল্ড অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী মোহিত কুমার দাঁ।
অনুষ্ঠানে দেবী দূর্গার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন শিল্পিরা সঙ্গিত পরিবেশন করে।