যুবদল নেতা আলালের মুক্তির দাবিতে দু’গ্রুপের পৃথক বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৪ জন নেতাকর্মীর গ্রেফতারের প্রতিবাদে যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দু’ গ্রুপ পৃথক পৃথক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। সোমবার সকালে নবাবগঞ্জ টাউন ক্লাব হতে যুবদলের সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফ, ছাত্রনেতা আব্দুস সালাম, এ.এইচ,এম জামাল, বদিউজ্জামান রাজা বাবু, ইসমাইল বিশ্বাস, আসলাম আলী, আওয়াল, ইব্রাহিম আলী প্রমুখ।
এদিকে একই দাবীতে জেলা যুবদলের সভাপতি ওবাইয়েদ পাঠানের নেতৃত্বে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের গ্রীণভিউ স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের শহর ঘুরে পুনরায় একই স্থানে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সম্মানিত সভাপতি ওবাইয়েদ পাঠান, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেব আলী, সহ-দপ্তর সম্পাদক এহেসান খান ও ছাত্র নেতা সোহেল রানা, ইয়ামান ও সজল প্রমুখ।