গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে নিখোজ হয়েছে এক বাংলাদেশী রাখাল
জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এক বাংলাদেশী গরুর রাখাল নিখোঁজ রয়েছে। তবে এলাকাবাসীর দাবী ওই রাখাল বিএসএফের গুলিতে মারা গেছে । নিখোঁজ রাখালের নাম বুজু । সে রোকনপুর গ্রামের মৃত নাদান আলীর ছেলে। জানাগেছে উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে গতকাল রাতে বুজু ও তার ২ সহকর্মী ভারতীয় ভূখন্ডে যায় গরু আনতে। আজ ভোরে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ ওই ৩ জনকে লক্ষ করে গুলি চালালে বুজু গুলিবিদ্ধ হয়ে পূর্নভবা নদীতে পড়ে যায়। তবে অপর ২ জন এখনও বাড়ি ফেরেনি। এ ব্যাপারে রাধানগর ইউনিয়নের চেয়ারমান মতিউর রহমান জানান, অন্য গরুর রাখালের কাছ থেকে এ খবর তিনিও শুনেছেন। অন্যদিকে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর কোম্পানী কোমান্ডার সুবেদার আঃ আজিজ জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বিষয়টির বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে এবং বিলে বুজুর লাশ খোঁজা হচ্ছে।