আদিবাসী নেত্রী’র উপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে >বাদশা
জাতীয় আদিবাসী নেত্রী ও নারী ইউপি সদস্য বিচিত্রা তির্কির উপর ভূমিদস্যূদের হামলাকারীরা যতই শক্তিশালী হোক তাদের আইনের কাঠগড়ায় দাড়িয়ে বিচারের মুখোমুখি করে তাদের দৃষ্টান-মুলক শাসি-র নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটি ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি। তিনি বলেন, কিছু ভূমিদস্যূ জমি দখলের উদ্যেশ্যে আদিবাসী নেত্রীর উপর বর্বর হামলা কোন সভ্য সমাজ মেনে নেবে না। কেননা আদিবাসীরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীনে বিরাট ভূমিকা রেখেছিল, তারাও এদেশের নাগরিক এবং তাদের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। আদিবাসী নেত্রীর উপর হামলার ঘটনায় প্রশাসনের কোন শৈথিল্য বরদাশত করা হবে না। আর ক্ষেত্রে এ ঘটনায় আরো তৎপর ও বাকী আসামীদের গ্রেফতারের কথা বলেন। তিনি গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আদিবাসী নেত্রীকে দেখা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় উপসি'ত ছিলেন, আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটি ককাসের সদস্য কবি কাজি রোজি এমপি, টেকনিক্যাল কমিটির সদস্য জান্নাতে ফেরদৌস, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গির কবির, পুলিশ সুপার বশির আহম্মদ, সিভিল সার্জন ডাঃ এ কে এম মোজাহার হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্রনাথ সরেন, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ারসহ আদিবাসী নেতৃবৃন্দ। চিকিৎসাধীন বিচিত্রা তির্কির হাত ধরে কবি কাজি রোজি এমপি বলেন, তোমার যুদ্ধ ভূমিদস্যূদের বিরুদ্ধে এবং আদিবাসীদের পক্ষে, এতে তোমার কোন ভয় নেই। তোমার সাথে দেশবাসীসহ আমরা তোমার সাথে আছি। ভূমিদস্যূ ও জালিয়াত চক্রের হাত থেকে আদিবাসীদের হারিয়ে যাওয়া জমি উদ্ধারের সংগ্রামে আরো উজ্জীবিত হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, গত সোমবার গোমস-াপুরের আদিবাসী নেত্রী’র তার নিজ জমিতে আমন ধান রোপণের জন্য ক্ষেত প্রস'ত করার সময় ভূমিদস্যূ আফজাল হোসেন, ও মনিরুল ইসলামের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি দল তার উপর হামলা চালায় এবং ধর্ষণ করে। এসময় ভূমিদস্যুরা মহিষ, শ্যালো মেশিন ও পাওয়ার টিলার লুট করে নিয়ে যায়।
উল্লেখ্য, গত সোমবার গোমস-াপুরের আদিবাসী নেত্রী’র তার নিজ জমিতে আমন ধান রোপণের জন্য ক্ষেত প্রস'ত করার সময় ভূমিদস্যূ আফজাল হোসেন, ও মনিরুল ইসলামের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি দল তার উপর হামলা চালায় এবং ধর্ষণ করে। এসময় ভূমিদস্যুরা মহিষ, শ্যালো মেশিন ও পাওয়ার টিলার লুট করে নিয়ে যায়।