১৭টি মহিষ আটক করেছে বিজিবি

শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে নিয়ে আসা ১৭ টি মহিষ আটক করেছে বিজিবি। রোববার ভোর রাতে মহিষ গুলো আতাহার এলাকা থেকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. মোসলেহ উদ্দিন জানান, বিজিবর বিশেষ টহল দল এবং ট্রাক্সরফার্স সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার এলাকায় অভিযান চালায়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে নিয়ে আসা ১৭ টি মহিষ আটক করা হয়। আটককৃত মহিষের মূল্য ১১ লাখ ৯০ হাজার টাকা। এই অভিযানের নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান। আটককৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

,