চরাঞ্চলের হতদরিদ্রদের আর্থ-সামাজিক উন্নয়নে একযোগে কাজ করতে হবে

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন বলেছেন, চরাঞ্চলের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষদের এগিয়ে নিতে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি দুর্গম চর এলাকাসমূহে এনজিও তৎপরতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। হতদরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে যৌথ ভাবে কাজ করতে হবে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের চর এলাকায় আমের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে আলাতুলি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এসেডো’র নির্বাহী পরিচালক কৃষিবিদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের টেকনিক্যাল অফিসার মো. ইউনুস আলী প্রমুখ। পরে প্রধান অতিথি  এসেডো পরিচালিত প্রি-প্রাইমারী স্কুল পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এসেডো’র নির্বাহী পরিচালক কৃষিবিদ রবিউল আলম জানান, পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিৎ তথা আর্থ-সামজিক উন্নয়নের লক্ষে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ও আইরিশ এইড এর অর্থায়নে নদী ও জীবন-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে এসেডো। এই প্রকল্পের আওতায় চরবাসীর পুষ্টি চাহিদা পুরণের জন্য আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে আমের চারা সংগ্রহ করে বিনামূলে তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। এতে একদিকে ফলের চাহিদা যেমন পুরণ হবে অন্য দিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে। সোমবার আলাতুলি ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বারী-১ জাতের আমের চারা ২৫০টি অতিদরিদ্র পরিবারে মাঝে ১ টি করে বিতরন করা হয়। এর মধ্যে  ১৫০ টি চারা চর নারায়নপুর এবং ১০০ টি চারা চর আলাতুলী ইউনিয়নে বিনা মুল্যে বিতরন করা হয়। এই প্রকল্পটি এসেডো  নদী ও জীবন-২, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায়, আইরিস এইড এর অর্থায়নে, চর আলাতুলী ও চর নারায়নপুর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।