রেলবাগান এলাকা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর রেলবাগানের একটি বাড়ি থেকে সোনিয়া খাতুন (১০) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনিয়া আলীনগর রেলবাগানের জাহাঙ্গিরের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই লুৎফর রহমান জানান বুধবার বিকেলে পুলিশ খবর পেয়ে আলীনগর রেলবাগানের জাহাঙ্গিরের বাড়ি থেকে ঝুলন- অবস'ায় তার মেয়ে সোনিয়ার মৃতদেহ উদ্ধার করে। স'ানীয়দের বরাত দিয়ে এস আই লুৎফর আরো জানান কিছুটা ভারসাম্যহীন সোনিয়াকে বাড়িতে রেখে তার বাবা ও মা দুইজনই তবলিকে যায়।
এরপর আজ বিকেল সাড়ে ৪ টার দিকে স'ানীয়রা ঘরের তীরে সাথে ওরনা পেচানো অবস'ায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই লুৎফর রহমান জানান বুধবার বিকেলে পুলিশ খবর পেয়ে আলীনগর রেলবাগানের জাহাঙ্গিরের বাড়ি থেকে ঝুলন- অবস'ায় তার মেয়ে সোনিয়ার মৃতদেহ উদ্ধার করে। স'ানীয়দের বরাত দিয়ে এস আই লুৎফর আরো জানান কিছুটা ভারসাম্যহীন সোনিয়াকে বাড়িতে রেখে তার বাবা ও মা দুইজনই তবলিকে যায়।
এরপর আজ বিকেল সাড়ে ৪ টার দিকে স'ানীয়রা ঘরের তীরে সাথে ওরনা পেচানো অবস'ায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।