শিবগঞ্জে ৫৪৫০ টি নেশা জাতীয় ইঞ্জেকশন আটক

চাঁপাইনবাবগঞ্জে রোববার ৫ হাজার ৪৫০টি নেশা জাতীয় ইঞ্জেকশন আটক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মনাকষা কোম্পানীর সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি টহল দল শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান  থেকে ৫ হাজার ৪৫০ টি বিউপ্রেনোরফিন (
BUPRENORPHINE) নেশা জাতীয় ইঞ্জেকশন আটক করা হয়। যার মূল্য আনুমানিক ৮ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা।

,