হাকিমপুর সীমান্ত থেকে প্রায় ৫ কেজি হোরইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্তের হরিশপুর এলাকা থেকে ৪ কেজি ৭’শ গ্রাম হোরইন উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার রাত আড়াইটার দিকে হাকিমপুর সীমান্তের হরিশপুর এলাকা দিয়ে ৩ জন চোরাকারবারি ভারত থেকে হেরোইন নিয়ে আসার  সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাসী করে ৪ কেজি ৭’শ গ্রাম হোরইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৯৪ লাখ টাকা।
তিনি আরো জানান, গত জানুয়ারি মাস থেকে ১৫ জুলাই পর্যন্ত ১২ হাজার ৩৭৪ বোতল ফেন্সিডিল, ৪৮৯ বোতল মদ, ৭ হাজার ১৮০ কেজি গাঁজা, ৫২ পিস ইয়াবা, ৪টি রিভালবার, ১৯টি পিস্তল, ১টি সাটারগান ও ১৪৫টি এমুনিশন জব্দ করে বিজিবি।