সিদু-কানহু দিবসে আদিবাসীদের বৈষম্যমূলক মজুরী দূর করার দাবি

সাঁওতাল বিদ্রোহের ১৫৯তম দিবস (সিদু-কানহু) বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষে আদিবাসী সমাজকল্যাণ সমিতি ও তাবিথা ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার আতাহার মাসুদ-উল হক ইনস্টিটিউট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আলোচনাসভায় মিলিত হয়। আদিবাসী সমাজক্যলাণ সমিতির সভাপতি শ্যাম টুডু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন। অন্যা ন্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, নাচোল উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি হিংগু মুরমু, আদিবাসী সমাজ কল্যাণ সমিতির সম্পাদক কর্নেলিউস মুরমু, আদিবাসী নেতা মদন হাঁসদা, তাবিথা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্টেফান সরেন।
বক্তারা বলেন, ১৫৯ বছর আগে ১৮৫৫ সালের ৩০ জুন বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাঁওতালদের অধিকার আদায়ের আন্দোলনে ৪ ভাই সিদু, কানহু, চান্দ ও ভাইরোর নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে আত্মহুতি দিলেও আজও সাঁওতালরা অবহেলিত। বৃটিশ সৈন্য ও তাদের দোসর অসৎ ব্যবসায়ী, মুনাফাখোর, মহাজনদের অত্যাচার, নিপীড়ন এবং নির্যাতনের হাত থকে নিজেদের রক্ষা করার জন্য সংগঠিত হয়ে আন্দোলন করেছিল।  বক্তারা আরো বলেন, আদিবাসী নারী-পুরুষদের বৈষম্যমুলক মজুরী বিরাজমান থাকায় অনেককে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আদিবাসী নারীদের মজুরীর প্রতি বৈষম্য দূর না হলে আগামীতে নারী অধিকার উন্নয়ন সম্ভব নয়। সভার শুরুতে সিদু-কানহু’র প্রতিকৃতিতে আদিবাসীরা পুস্পমাল্য অর্পণ করে সে আন্দোলনে আত্মাহতি দেয়া সাঁওতালদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়।