বালিয়াডাঙ্গায় শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

আত্ম সমালোচনা করলেন বালিয়াডাঙ্গা এলাকার শিক্ষকরা। পাঠদানে কোন কোন শিক্ষকের অবহেলার কথা তারা অকপটে স্বীকার করলেন। তারা এও বললেন, একটা সময় ছিল যখন শিক্ষকরা প্রকৃতপক্ষেই মানুষ গড়ার কারিগর ছিলেন। এখনও আছেন তবে তা আগের মত নয়। আগে শিক্ষকদের দেখলে শিক্ষার্থীরা মাথা নিচু করে রাস্তার এক পার্শ্বে দাঁড়িয়ে পড়তো। কিন্তু এখন তার উল্টোটা হয়। কারণ, শিক্ষা এখন বাণিজ্যে পরিনত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির শিক্ষা স্বাস্থ্য ও সাংস্কৃতিক শাখা আয়োজিত শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধকত্ াও প্রতিকার বিষয়ক এক সেমিনার তারা এ সব কথা বলেন।
মেন হোল্ডিংস লিমিটেডের সহযোগিতায় বালিয়াডাঙ্গা হাইস্কুল সংলগ্ন আম্রকাননে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন,সমিতির সভাপতি জালাল উদ্দিন জালু। এতে বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, বুয়েটের শিক্ষক ড. কামরুল আহসান, ড. সিরাজ উদ্দিন, অধ্যাপক মনিমুল হক, মেন হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল হক, শিক্ষক ফেরদৌসী খাতুন বেবীসহ অন্যান্যরা।
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও মেধা ভিত্তিক হয়ে উঠেনি। রাজনৈতিক খুঁটির জোরে বেসরকারি স্কুল গুলোতে তুলনামূলক কম মেধা সম্পন্ন শিক্ষক নিয়োগ পাচ্ছেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার পেছনের কারণ, অভিভাকদের অজ্ঞতা, অসচ্ছলতা এবং বাল্য বিয়ে। এখনও অনেক অসচ্ছল পরিবারের পিতা-মাতা অল্প বয়সে স্কুলে পড়–য়া মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন। ফলে অনেক মেয়ে অকালে ঝরে পড়ছে।
সেমিনারে এলাকার বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক, বিদ্যালয় কমিটির সদস্য, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।