শেষ হলো ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা
চাঁপাইনবাবগঞ্জে ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। রোববার সন্ধ্যায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শেষ হয়। গত শুক্রবার বিকেলে শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন ৩ দিন ব্যাপি এই মেলার আয়োজন করে। মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ৫ উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮টি স্টলে ই-সেবা সম্পর্কিত বিষয়াদি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রীকেট খেলা বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, পৌর মেয়র আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন প্রমুখ।
আলোচনা শেষে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, শ্রেষ্ঠ স্টল ও শেষ্ঠ উদ্যাক্তার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন, সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন, শ্রেষ্ঠ স্টল গোমস্তাপুর তথ্য সেবা কেন্দ্র,শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব আব্দুর রাকিব, শ্রেষ্ঠ উদ্যক্তা মনোয়ার হোসেন জুয়েল।