বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান
বাল্য বিয়ে প্রতিরোধ করা গেলে মাতৃমৃত্যুহার কমানো যায়। কারণ, অল্প বয়সী নারী যখন মা হয় তখন সেই মা ও তার গর্ভের শিশু উভয়উ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, দেখা দেয পষ্টিহীনতা। এ ছাড়া সচেতনতার অভাবে গ্রাম-গঞ্জের মায়েরা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী কিংবা মাতৃকেন্দ্রে বা হাসপাতালে না গিয়ে বাড়িতে সন্তান প্রসবের ফলে মা ও শিশু মৃত্যু হার বেশি হয়। দেশে গড়ে ১ লাখ জীবীত জন্ম হওয়া শিশুর মধ্যে পুষ্টির অভাবে ২৩০ জন মারা যায়। বাল্য বিয়ে প্রতিরোধ ও জন্ম নিয়নত্রণসহ মা ও শিশুর মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরী হয়ে পড়েছ। যে হারে দেশের জনসংখ্যা বাড়ঝে তাতে অদূর ভষ্যিতে মানুষ মাথা গোঁজার জায়গা পাবেনা। অনেক শিশু বিদ্যালয়ের অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত হবে। কয়েক কোটি শিক্ষিত ব্যক্তি বেকার হযে পড়বে। আর তাই মা ও শিশুর মৃত্যু হার কমিয়ে আনতে এবং জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি বাল্য বিযে প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি উদ্যোগের সাথে গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার জেলা পর্যায়ে ছোট পরিবার ধারণা উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মার্তত্ব, পিএনসি ও নবজাতকের যতœ বিষয়ক দিন ব্যাপি অবহিতকরণ কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পণা কার্যালয় আয়োজিত কর্মশালায় জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন প্রতিধিগণ এই কর্মশালায় অংশগ্রহণ কেরন।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় পরিবার পরিকল্পণা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক ডা, আনোয়ার জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন। কর্মাশালার অন্যান্য সেশান পরিচালনা করেন, পরিবার পরিকল্পণা অধিদপ্তরের সহকারী পরিচালক এএক এম রোকনুজ্জামান, মা ও শিশু কল্যাণ কেন্দের মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সালাম, সদর উপজেলা পরিবার পরিকল্পণা অফিসার আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার জেলা পর্যায়ে ছোট পরিবার ধারণা উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ মার্তত্ব, পিএনসি ও নবজাতকের যতœ বিষয়ক দিন ব্যাপি অবহিতকরণ কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পণা কার্যালয় আয়োজিত কর্মশালায় জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন প্রতিধিগণ এই কর্মশালায় অংশগ্রহণ কেরন।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় পরিবার পরিকল্পণা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক ডা, আনোয়ার জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন। কর্মাশালার অন্যান্য সেশান পরিচালনা করেন, পরিবার পরিকল্পণা অধিদপ্তরের সহকারী পরিচালক এএক এম রোকনুজ্জামান, মা ও শিশু কল্যাণ কেন্দের মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সালাম, সদর উপজেলা পরিবার পরিকল্পণা অফিসার আব্দুর রাজ্জাক।