নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নবাবগঞ্জ সরকারি কলেজ, প্রথম আলো বন্ধু সভা, জাগো নারী বহ্নিশিখা টিআইবির সচেতন নাগরিক কমিটি ও সাধারণ পাঠাগারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে সূর্যদোয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে জেলা প্রশাসন আয়োজিত দিনের কর্মসূচি শুরু হয়। সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্ব শাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল সোয়া ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার বশির আহমেদ আনুষ্ঠানেকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেখানে মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার, গার্লস গাইড, স্কাউটস, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিশু-কিশোর, যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠনের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সরদার সরাফত আলী দিনের তাৎপর্য তুলে ধরেন।
সকাল ১১ টায় একই স্থানে সর্বাধিক জনগণের অংশগ্রহণে জাতীয় সঙ্গিত গাওয়া হয়। এর পর সকাল সোয়া ১১ টায় গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে শিশু একাডেমীর শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে খেলাধুলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় শহীদ সাটুহলে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র  ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশপ্রেমমূলক সঙ্গিত, খেলাধুলা,আবৃত্তি, চিত্রাংকন ও  রচনা প্রতিযোগিতা এবং শহীদ সাটুহলে সন্ধ্যা সাড়ে ৭টায় সুখী সমৃদ্ধ এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপর দিকে সচেতন নাগরিক কমিটি সনাক ও সাধারণ পাঠাগার সকাল ৯ টা থেকে পাঠাগার চত্বরে জাতীয় সঙ্গিতসহ সঙ্গিতানুষ্ঠান ও মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, সনাকের সভাপতি সাইফুল ইসলাম রেজা, পাঠাগারের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ অন্যান্যরা।
এ ছাড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবুর নেতৃত্বে র‌্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নাম ফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথম আলো বন্ধু সভা ও জাগো নারী বহ্নিশিখা র‌্যালির আয়োজন করে। অপর দিকে গণজাগরণ মঞ্চ পতাকা মিছিল বের করে।
এ দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ র‌্যালি ও আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।