সরকারি কলেজে ৩টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা, হিসাব বিজ্ঞান ও রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে মাস্টার্স কোর্স চালু হচ্ছে। ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির সুযোগ পাবে। শনিবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক অধ্যাপক হামিদুর রহমান। এর আগে বিভিন্ন ইভেন্টে কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে সরকারী কলেজের একাডেমীক ভবনের উদ্বোধন করা হয়। ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল ওদুদ। ৩ তলা বিশিষ্ঠ ভবনে ১২টি শ্রেণীকক্ষ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে।
অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক অধ্যাপক হামিদুর রহমান। এর আগে বিভিন্ন ইভেন্টে কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে সরকারী কলেজের একাডেমীক ভবনের উদ্বোধন করা হয়। ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল ওদুদ। ৩ তলা বিশিষ্ঠ ভবনে ১২টি শ্রেণীকক্ষ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে।