মাদকদ্রব্যসহ দুই জনকে আটক করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাট এলাকার একটি  বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার সকালে দেশি ও চোলাইমদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো বটতলাহাট শংকরবাটী গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৪০) ও সদর উপজেলার ধুমীহায়াৎপুর গ্রামের সাম মোহাম্মদের ছেলে আমিনুল ইসলাম (৩০)। র‌্যাব জানায়, সকাল ৬টার দিকে মাদক ব্যাবসায়ি জাহাঙ্গীরের বাড়িতে এই অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পালিয়ে যায়। অভিযান চলাকালে ১৬০ বোতল দেশি ও চোলাই মদ উদ্ধার এবং মনিরুল ও আমিনুলকে আটক করা হয়। পরে জাহাঙ্গীরকে পলাতক দেখিয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়েরসহ আটককৃতদের সোপর্দ করা হয়েছে।