২ দিন ব্যাপি প্রাণিসম্পদ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২দিন ব্যাপি প্রাণিসম্পদ ও কৃষি বিষয়ে  প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় জিবাস এবং এসেডো, নদী ও জীবন-২ প্রকল্প আয়োজিত কর্মশালায় সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলি এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের ৩০ জন প্রুিতনিধি অংশগ্রহণ করেন।
প্রাণি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এটিএম ফজলুল কাদের মল্লিক ও সদর উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। পশু সম্পদ লালন-পালন, গরু মোটাতাজা করণ, হাস মূরগী লালন-পালন পদ্ধতি, গরু-ছাগল  হাস মুরগীর প্রতিষেধক হিসেবে টিকা প্রদানসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অপর দিকে কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহমদুল ফারুক ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল হোসেন পাটওয়ারি। এ সময় উপস্থিত ছিলেন, কনসার্ণ ওর্ল্ডওয়াইডের টেকনিক্যাল অফিসার ইউনুস আলী, জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু,এসেডোর নির্বাহী পরিচালক, কৃষিবিদ মো. রবিউল আলম, জবস বাংলাদেশ’র  টেকনিক্যাল অফিসার মো. হারুন অর রশিদসহ অন্যান্যরা।