বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ

চাঁপাইনবাবগঞ্জে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তরা বলেন বাল্য বিয়ে প্রতিরোধে আইন প্রয়োগই শেষ কথা নয়।  সকলকে সচেতন করাই প্রধান কাজ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কে এম কামরুজ্জামান সেলিম। সদর উপজেলা নির্বাহী অফিসার ড, চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা পরিবার পরিকল্পণা অফিসার ডা. তড়িৎ কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার তাজকিয়া আকবারী।
কর্মশালায় বাল্য বিয়ে প্রতিরোধ, জন্মনিবন্ধন, স্বাস্থ্য-স্যানিটেশন, নিরাপদ মাতৃত্বসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। দিন ব্যাপী এই কর্মশালায় শিক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্য, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।