উপজেলা নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে - ব্যারিস্টার আমিনুন হক
উপজেলা নির্বাচনে নিজেদের বিজয় নিশ্চত বিএনপির কেন্দ্রীয় নেতারা জেলা শহরে দৌড় ঝাপ শুরু করেছেন। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে উপজেলা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থীদেও মনোনিত করার লক্ষ্যে অনুষ্ঠিত তৃনমূল প্রতিনিধি সভায় সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আমিনুল হক একথা বলেন। তিনি বলেন বিএনপি উপজেলা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। তিনি এই সময় দলীয় নেতা কর্মীদের সর্বশক্তি নিয়ে নির্বাচনের মাঠে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন আলোচনার মাধ্যমে প্রার্থী নির্বাচনের পরও যদি কেউ বিদ্রোহী হয় তবে তার বিরুদ্ধে সর্বচ্চো সংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক সিটি মেয়র ও নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুন। এই সময় চাঁপাইনবাবগঞ্জ বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক সিটি মেয়র ও নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুন। এই সময় চাঁপাইনবাবগঞ্জ বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।