গোমস্তাপুরে মসজিদে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে নিহত-১ আহত-৪
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মসজিদে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ মুসল্লি নিহত ও ৪ শিশু আহত হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ চলাকালীন উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামের একটি মসজিদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের একটি মসজিদে জুম্মার নামাজ চলার সময় মসজিদের উপর দিয়ে যাওয়া বিউবো’র একটি ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার হঠাৎ ছিঁড়ে মুসল্লিদের উপর পড়লে ঘটনাস্থলেই শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী মির্জাপুর গ্রামের এমাজউদ্দিন (৭০) মারা যায়। এসময় শিশু মুসল্লি সোহেল (১০),শাহিন (১২),আমিনুল (১১) ও আল-আমিন (৭) আহত হয়। গুরুতর আহত আমিনুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।