আজ গোমস্তাপুর উপজেলা নির্বাচন > লড়াই হবে সেয়ানে সেয়ানে
আজ বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন । আজ সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফীন সাংবাদিকদের জানান, ৬৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান, এবার নির্বাচনী কাজে ২ হাজার ১শ ৯০ জন কর্মকর্তা কাজ করবে। এছাড়াও ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান টিম কাজ করবে।উল্লেখ্য গোমস্তাপুর উপজেলার ভোটার সংখ্যা ১লক্ষ ৯৩হাজার ৯শ জন। যারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৫ হাজার ৩’শ ৮৭ জন ও নারী ভোটার সংখ্যা ৮৮ হাজার ৫’শ ১৩ জন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয়রা জানিয়েছে, নির্বাচনী যুদ্ধে তিনটি পদেই লড়াই হবে সেয়ানে সেয়ানে।
স্থানীয়রা জানিয়েছে, নির্বাচনী যুদ্ধে তিনটি পদেই লড়াই হবে সেয়ানে সেয়ানে।